Header Ads

K'M Rakibul Islam Rizu. M.B.A in Marketing, Savar University College, Savar - Dhaka.
K'M Rakibul Islam {Rizu}

কে আমি ?

【কে আমি ?】

আমি লাজুক।
নম্রতা ভদ্রতা লাজুকের অলঙ্কার, সেই সুবাদে আমারও এটা আছে। 
আমি একজন ভালো ভাবুক।
এই গুনটা আমার ভেতরে এসেছে মাস্টার্স এর ফাইনাল পরিক্ষা দেওয়ার পর, তখন কারণে-অকারনে জীবন,পরিবার,সমাজ,পারিপার্শ্বিক অবস্থা নিয়ে অনেক ভেবেছি।

আমি একজন ধর্য্যশীল।
এই মর্মে যে, আমি জীবনের প্রায় ১/৩ অংশ সময়  পড়া-লেখার জন্য কাঁটিয়ে দিয়েছি। পার করে এসেছি  নদীর পাড় ভাঙ্গার মতো স্বপ্ন ভাঙা-গড়ার কঠিনপরিস্থিতি, আর প্রতীক্ষায় আছি জীবনের সুখময় দিন গুলোর।

প্রেমহীন জীবন চলে না, তাই আমি প্রেমিক।
ভালোবেসেছি মায়া, শারমিন ,কাকলীর মতো কিছু সুন্দরী রমনীদের। 

আমি একজন ত্যাগী।
বিবাহ নামক বন্ধনটি প্রেমিকাদের প্রতি আমাকে বাধ্য করেছে ত্যাগী হতে। 

আমি একজন মিশুকমনা। 
আবির, আমিনুর ,সজল দা, লিটন, সোহাগ, শহীদুল এদের মতো অনেকের সাথে অন্তরঙ্গ ভাবে মিশেছি। 

আমি একজন শিক্ষক। 
চাইল্ড হেভেন স্কুল, ব্র্যাক স্কোপ স্কুল, কাতলাপুর প্রি-ক্যাডেট স্কুল সহ একাধিক স্কুলে করেছি শিক্ষকতা।

P.T.O





No comments

Powered by Blogger.